Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

প্রকল্প ও প্রোগ্রাম সমূহ

প্রকল্পসমূহ

 

১. সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রোগ্রাম (SESIP) :

 সৃজনশীল প্রশ্নপদ্ধতি প্রণয়ন ও বাস্তবায়ন (CQ ), বিদ্যালয় ভিত্তিক মূল্যায়ন (SBA), কৃতিভিত্তিক ব্যবস্থাপনা পদ্ধতি বাস্তবায়ন (PBM), শিক্ষকপ্রশিক্ষণ প্রভৃতি এই প্রোগ্রামের প্রধান কার্যক্রম। এছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নে ও প্রোগ্রামটি কাজ করছে । জেলা ও উপজেলায় উক্ত প্রোগ্রামের কর্মকর্তাগণ বিদ্যালয় পরিদর্শনের মাধ্যমে শিক্ষার গুণগত মানোন্নয়নে কাজ করছেন। পরিদর্শনকারী কর্মকর্তাগণ প্রতিষ্ঠানের সঠিক তথ্য সংগ্রহ করে থাকেন, এছাড়া ডাটা এন্ট্রি অপারেটর তথ্য সংরক্ষন, আদান প্রদানসহ বিভিন্ন ধরনের কাজ করে থাকেন।

 

২. টিচিং কোয়ালিটি ইমপ্রুভমেন্ট ইন সেকেন্ডারি এডুকেশন প্রজেক্ট(TQI-SEP) :

 মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকগণের পেশাগত দক্ষতা উন্নয়নের লক্ষ্যে এই প্রকল্প শিক্ষকগণের বিভিন্ন মেয়াদে CPD-1, CPD-2 , ক্লাস্টারপ্রশিক্ষণ  ্ প্রদান করে থাকে।

৩. সেকেন্ডারি এডুকেশন কোয়ালিটি এন্ড ‌এ্যাকসেস ইনহ্যান্সমেন্ট প্রজেক্ট   (SEQAEP)

৪.আইসিটি ফর এডুকেশন ইন সেকেন্ডারি এন্ড হাইয়ার সেকেন্ডারি লেভেল প্রজেক্ট 

৫. হাইয়ার সেকেন্ডারি ফিমেল স্টাইপেন্ড প্রজেক্ট

৬. সেকেন্ডারি এডুকেশন স্টাইপেন্ড প্রজেক্ট (SESP)

৭. উচচ মাধ্যমিক পর্যায়ে ছাত্রীদের উপবৃত্তি প্রদান প্রকল্প-৪
৮. স্নাতক পর‌যায়ে ছাত্রীদের উপবৃত্তি প্রদান প্রকল্প ।


              উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস, শার্শা, যশোরে বিগত ৪ অর্থ বছরের ( ২০০৯-১০,২০১০-১১,২০১১-১২এবং ২০১২-১৩)
         গুহীত/ বাস্তবায়িত উন্নয়ন প্রকল্প সমূহের খতিয়ান /বিবরণ
 

Secondary Education Sector Development Project (SESDP)

১। মাধ্যমিক বিদ্যালয় সমূহে বিদ্যালয় ভিত্তিক মূল্যায়ন (SBA) সৃজনশীল প্রশ্নপত্র (CQ) প্রণয়ন   ও কৃতিভিত্তিক ব্যবস্থাপনা পদ্ধতির (PBM) যথার্থ বাস্তবায়ন।

২। সৃজনশীল পদ্দ্ধতিতে প্রশ্নপত্র প্রণয়ন বিষয়ে বিষয়ভিত্তিক শিক্ষক ও IMC এর সভাপতিগণের প্রশিক্ষণের জন্য মনোনয়ন।

৩। মাধ্যমিক বিদ্যালয় সমূহের শিক্ষার মানান্নয়ণের নিমিত্তে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর  ধারাবাহিক ও নিবিড় পর্যবেক্ষণ কার্যক্রম।

৪। ছাত্রীদের ৩০% এবং ছাত্রদের ১০% হারে উপবৃত্তি প্রদান কার্যক্রম।

৫। নিবিড় পর্যবেক্ষণের মাধ্যমে শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে শিক্ষা প্রশাসক এবং শিক্ষকগণের (SBA), (CQ) এবং (PBM) প্রশিক্ষণ কার্যক্রম।

৬। দুর্গম এলাকায় বিদ্যালয় স্থাপন ও নির্বাচিত এলাকায় মডেল মাদরাসা স্থাপন কার্যক্রম।

৭। নির্বাচিত উপজেলায়  উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের নতুন ভবন নির্মান কার্যক্রম।

৮। ডিজিটাল তথ্য সেবার লক্ষ্যে EMIS (Educational Management Information System ) মডিউল বাস্তবায়ন কার্যক্রম।

 

 

Teaching Quality Improvement In Secondary Education Project (TQI-SEP)

১। নেতৃত্ব বৃদ্ধির জন্য প্রধান শিক্ষকগণের প্রশাসনিক প্রশিক্ষণ কার্যক্রম।

২। পেশাগত দক্ষতা বৃদ্ধির জন্য সহকারী শিক্ষকগণের বিষয় ভিত্তিক সিপিডি-১, সিপিডি-২ ও ক্লাস্টার প্রশিক্ষণ কার্যক্রম।

৩। একীভূত শিক্ষা বাস্তবায়নের জন্য প্রধান শিক্ষক ও আইএমসি এর সভাপতি গণের প্রশিক্ষণ কার্যক্রম।

৪। শিক্ষা প্রশাসকগণের দক্ষতা বৃদ্ধির জন্য প্রশাসনিক প্রশিক্ষণ কার্যক্রম।

          Female Secondary Stipend Project  (FSSP)

১।  ছাত্রীদের ৩০% এবং ছাত্রদের ১০% হারে উপবৃত্তি প্রদান কার্যক্রম।

২। উচচ মাধ্যমিক পর্যায়ে ছাত্রীদের উপবৃত্তি প্রদান প্রকল্প-৪
৩। স্নাতক পর্যায়ে ছাত্রীদের উপবৃত্তি প্রদান প্রকল্প ।

 

 

 

 Secondary Quality & Access Enhancement Project (SEQAEP)

1. PMT (PROXIMATE MEANS TESTING) উপবৃত্তি বিতরণ কার্যক্রম।

2. ISF (IMPROVEMENT OF SCHOOL FACILITIES) কার্যক্রম।

৩। উদ্দীপনা পুরস্কার বিতরণ কার্যক্রম।

৪।IMCএবং PTAএর সামর্থ্য বৃদ্ধি করণ কার্যক্রম।

৫। বিষয় ভিত্তিক শিক্ষকগণকে সম্মানী প্রদানের মাধ্যমে দূর্বল শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত ক্লাসের ব্যবস্থা করণ কার্যক্রম।

 

আইসিটির(ICT) এরমাধ্যমে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে শিক্ষার প্রচলন প্রকল্প

১। মাধ্যমিক পর্যায়ের শিক্ষকগণকে কম্পিউটার প্রশিক্ষনের মাধ্যমেশিক্ষার্থীদের আইসিটি সামগ্রী (ল্যাপটপ, মডেম, প্রজেক্টর) প্রদান ও ব্যবহারে পারদর্শী করণ কার্যক্রম।

২। বিদ্যালয় সমূহে ল্যাপটপ প্রদান, মাল্টিমিডিয়া ক্লাসরুমস্থাপন ও ইন্টারনেট সংযোগ সহ অত্যাধুনিক কম্পিউটার ল্যাব প্রতিষ্ঠাকার্যক্রম।

            সৃজনশীল মেধা অন্বেষণ কার্যক্রম

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের মাধ্যমে বিভিন্ন প্রকল্প কর্তৃক শিক্ষকদের যাবতীয় প্রশিক্ষণ সংক্রান্ত তথ্য:

ক্র: নং

প্রশিক্ষণের নাম

বাস্তবায়নকারী প্রকল্প

প্রশিক্ষণ গ্রহণকারী শিক্ষক সংখ্যা

০১

সিপিডি-১

টিকিউআইসেপ প্রকল্প

৪৫০

০২

সিপিডি-২

টিকিউআইসেপ প্রকল্প

৪৫০

০৩

ক্লাস্টার

টিকিউআইসেপ প্রকল্প

৪৮০

০৪

সৃজনশীল প্রশ্নপত্রের উপর প্রশিক্ষণ

সেকেন্ডারী এডুকেশন সেক্টর ডেভলপমেন্ট প্রজেক্ট

৪৫৫

০৫

এসবিএ,পিবিএম

সেকেন্ডারী এডুকেশন সেক্টর ডেভলপমেন্ট প্রজেক্ট

৪৭

০৬

ডিজিটাল কন্টেন্ট তৈরীর বিষয়ে প্রশিক্ষণ

আইসিটির(ICT) এরমাধ্যমে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে শিক্ষার প্রচলন প্রকল্প

প্রশিক্ষণ, ল্যাপটম ও প্রজেক্টর বিতরণ অব্যাহত আছে।

০৭

নতুন কারিকুলামের উপর প্রশিক্ষণ

সেকেন্ডারী এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রোগ্রাম

প্রশিক্ষণ বাস্তবায়নাধীন

 

এছাড়া সেকেন্ডারী এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রোগ্রাম এর কর্মকর্তা ( উপজেলা একাডেমিক সুপারভাইজার ) নিয়মিত প্রতিষ্ঠান পরিদর্শন কার্যক্রমে নিয়জিত আছেন এবং পাঠ্যপুস্তক গ্রহণ ও বিতরণ কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখছেন।